প্রিয়,
যদি তুমি আমার মন খারাপের কারণ হও
যদি হও আমার বুকে জমে থাকা এক আকাশ নীল
আমি তোমার নামে এ হৃদয় দলিল করে দেব,
ঠোঁটের কোণে ভেসে ওঠা হাসি যদি হয়ে যাও
আমি একজীবন তোমার নামে লিখে দেব।
মুঠো ভরে ভালোবাসা গেঁথে দেব রোজ তোমার খোপায়
হাজার শব্দে জানান দেব তোমায় ভালোবাসি,
আন্দোলনে যাব তোমায় নিয়ে হাজার কবিতার
যদি একবার ভালোবাসি বলে ডাকো
আমি একজীবন তোমার নামেই লিখে দেব ।
তোমার নামে লিখে দেব আমার আমার সমস্ত চাওয়া
কপালে ঐ চাঁদ তোমার আমিই গেঁথে দেব,
সুখের হাসি হয়ে ভাসবো তোমার ঠোঁটের পাতায়
শেষ আশ্রয় তোমার বুকেই খুঁজে নেব।
শেষ নিঃশ্বাস অব্দি তোমার ভরসা হয়ে থাকবো
যদি একবার আমার হাত দুটি ধরে বলো তুমি আমার
প্রিয়,
তুমি আমার না বলতে পারা কথা হয়ে যাও
হয়ে যাও আমার দুচোখের পোষা নদী,
শুধু সেই নদীতে ঢেউ এলে আমায় সামলে নিও
আমি একজীবন তোমার নামে লিখে দেব ।
তোমার নামে লিখে দেব আমার হাসি আমার কান্না।
আমার স্বপ্নের মহলের হবে একমাত্র তুমিই দাবীদার,
শুধু হঠাৎ ঝড়ে কান্না পেলে যদি ভাঙতে শুরু করি
ভালোবেসে বুকের মাঝে জাপটে ধরে নিও,
আমি একজীবন তোমার নামে লিখে দেব ।
ⓒ. শাহরিয়ার শরীফ
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয়, যদি তুমি আমার মন খারাপের কারণ হও এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।