বাসবো ভালো অনেক তোকে
১০০ চুম্মা দিবো,
ভালোবাসা মেখে তোকে
মাতাল করে দিবো।
১০০ চুম্মার এনার্জিতে তোর
তৃপ্তিময় হবে মন,
সেই তৃপ্তির সুখে ভাসবে
তোর মনটা সারাক্ষন।
১০০ চুম্মার অনুভূতি তে
হারাবি ক্ষনে ক্ষনে,
মুচকি হাসি থাকবে ঠোঁটে
যদি ভাবিস আপনমনে।
১০০ চুম্মার জোয়ারে
হয়ে যাবে বন্যা,
তুই যে আমার একটা মাত্র
মিষ্টি স্বপ্ন কন্যা।
১০০ চুম্মা কিছুই না
অগনিত চুম্মা দিবো,
তোর পুরা শরির আমার
চুম্মায় ঢেকে নিবো।
আপনাকে অনেক ধন্যবাদ মাতাল করা রোমান্টিক কবিতা - একশো চুমু এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।