'কি নাম বললেন আপনার, হিমু?'
'জ্বি, হিমু।'
'হিম থেকে হিমু?'
'জ্বি-না, হিমালয় থেকে হিমু। আমার ভাল নাম হিমালয়।
'ঠাট্টা করছেন?'
'না, ঠাট্টা করছি না।'
আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিক সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম।
হাসিমুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে। দেখুন।
এষা হতভম্ব হয়ে বলল, আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান?
'জ্বি, সার্টিফিকেটটা পকেটেই রাখি। হিমালয় নাম বললে অনেকেই বিশ্বাস করে না, তখন সার্টিফিকেট দেখাই। ওরা তখন বড় ধরণের ঝাঁকি খায়।'
আমি উঠে দাড়ালাম। এষা বলল, আপনি কি চলে যাচ্ছেন?
'হুঁ।'
'এখন যাবেন না। একটু বসুন।'
আমার যেহেতু কখনোই কোনো তাড়া থাকে না-আমি বসলাম। রাত ন'টার মতো বাজে।
এমন কিছু রাত হয়নি-কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশুতি। কারো কোনো সাড়াশব্দ নেই। বুড়ো মনে হয় এই ফ্ল্যাটের নয়। পাশের ফ্ল্যাটের।
এষা আমার সামনে বসে আছে। তার চোখে অবিশ্বাস এবং কৌতুহল একসঙ্গে খেলা করছে। সে অনেক কিছুই জিজ্ঞেস করতে চাচ্ছে, আবার জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছে না। আমি তাদের কাছে নিতান্তই অপরিচিত একজন। তার দাদীমা রিকসা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আমি ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায়ে পৌঁছে বেতের সোফায় বসে আছি। এদের কাছে এই হচ্ছে আমার পরিচয়।
আমি খানিকটা উপকার করেছি। উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়েছে। ঘরে বোধহয় চা-পাতা নেই। চা-পাতা থাকলে এতক্ষণে চা চলে আসত। প্রায় আধঘণ্টা হয়েছে। এর মধ্যে চা চলে আসার কথা।
আমি বললাম, আপনাদের বাসায় চা-পাতা নেই, তাই না?
এষা আবারো হকচকিয়ে গেল। বিস্ময় গোপন করতে পারল না। গলায় অনেকখানি বিস্ময় নিয়ে বলল, না, নেই। আমাদের কাজের মেয়েটা দেশে গেছে। ওই বাজার-টাজার করে।
চা-পাতা না থাকায় আজ বিকেলে আমি চা খেতে পারিনি।
'আমি কি চা-পাতা এনে দেব?'
'না না, আপনাকে আনতে হবে না। আপনি বসুন। আপনি কী করেন?'
'আমি একজন পরিব্রাজক।'
'আপনার কথা বুঝতে পারছি না।'
'আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই।'
এষা তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি ইচ্ছা করে আমার প্রশ্নের উদ্ভট উদ্ভট জবাব দিচ্ছেন?'
আমি হাসিমুখে বললাম, যা সত্যি তাই বলছি। সত্যিকার বিপদ হল-সত্যি কথার গ্রহণযোগ্যতা কম। যদি বলতাম, আমি একজন বেকার, পথে-পথে ঘুরি, তা হলে আপনি আমার কথা সহজে বিশ্বাস করতেন।'
'আপনি বেকার নন?'
'জ্বি-না। ঘুরে বেড়ানোই আমার কাজ। তবে চাকরিবাকরি কিছু করি না। আজ বরং উঠি?' 'দাদীমা আপনাকে বসতে বলেছে।'
'উনি কী করছেন?'
পুরোটা পড়ুন পিডিএফ থেকে।
এই বইটা ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
বইটি ডাউনলোড করুন
আপনাকে অনেক ধন্যবাদ হিমু | হুমায়ুন আহমেদ সেরা উপন্যাস | পিডিএফ বই | হিমু সিরিজ এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।